অ্যাকসেসিবিলিটি লিংক

নেটো “র‌্যাপিড রিয়েকশন” বাহিনী গড়ে তুলবে


নেটোর নেতারা রাশিয়ার আগ্রাসী পদক্ষেপের পরিপ্রেক্ষিতে পূর্ব ইউরোপে সামরিক সাজ-সরঞ্জাম পাঠানোর বিষয়টি অনুমোদন করেছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহন করে, সংকট মোকাবেলা করতে সক্ষম হবে এমন একটি বাহিনী তৈরী করার বিষয়েও তারা একমত হয়েছেন। মৈত্রী দেশগুলোর সেনাদের সমন্বয়ে গঠন করা হবে এই “র‌্যাপিড রিয়েকশন” বাহিনী।

ওয়েলসে অনুষ্টিত নেটোর দুদিনের শীর্ষ বৈঠকের শেষ দিন-শুক্রবার নেটোর মহা সচিব আন্ডার্স ফো রাসমুসান “অপারেশন ষ্পেয়ারের” কথা ঘোষণা করেন।

তিনি বলেন পোল্যান্ড, রুমানিয়া এবং বল্কান রাষ্ট্রের নেতারা তাদের দেশে সামরিক সাজ-সরঞ্জাম মোতায়েন করার প্রস্তাব দিয়েছেন।

রেপিড একশন বাহিনীতে বৃটেন সাড়ে তিন হাজার সেনা পাঠানোর কথা ঘোষনা করেছে। বৃটিশ প্রধান মন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, তিনি মনে করেন যে ইউরোপের চ্যালেঞ্জ মোকাবেলায় নেটোকে অবশ্যই শক্তিশালী করা প্রয়োজন।

শুক্রবার, নেটো বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সংবাদ সম্মেলনে জোট বাহিনী গড়ে তোলা এবং আইসিসের বিরুদ্ধে অভিযানের ওপরেও গুরুত্ব আরোপ করেন।

XS
SM
MD
LG