অ্যাকসেসিবিলিটি লিংক

মানব পাচার রোধে তুরস্ক ও গ্রীসকে সাহায্য করবে নেটো


মানব পাচারকারীদের রোধ করার লক্ষ্যে তুরস্ক ও গ্রীসকে সাহায্য করতে নেটোর যুদ্ধ জাহাজগুলো এজিয়ান সাগরের দিকে রওয়ানা হয়েছে। এর ফলে ইউরোপে আশ্রয় প্রার্থীদের ক্রমবর্ধমান ঢল মোকাবিলার এই প্রচেষ্টার সঙ্গে নেটো সরাসরি সম্পৃক্ত হলো।

আজ নেটোর মহাসচিব বলেন যে, জার্মান কমান্ডে তিনটি জাহাজ অবিলম্বে পাঠানো হচ্ছে যাতে করে তারা তুরস্ক ও গ্রীসের উপকুল রক্ষীদের সাহায্য করতে পারে। এই জাহাজগুলিতে তথ্যানুসন্ধান ও নজরদারির ব্যবস্থা রয়েছে। তবে দেশান্তরী মানুষজনকে বহনকারী জলযানগুলোকে থামানোর কোন নির্দেশ এখনও পর্যন্ত এই জাহাজাগুলোকে দেওয়া হয়নি।

ব্রাসেলসে নেটোর সদর দপ্তরে প্রতিরক্ষা মন্ত্রীদের দু'দিন ব্যাপী বৈঠক শেষে জাহাজ পাঠানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে জার্মানী , তুরস্ক এবং গ্রিসের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল।

এ বছর চল্লিশ লক্ষ শরনার্থী ইউরোপে আশ্রয় নিতে পারেন এ রকম পুর্বাভাষের পর পশ্চিমি সরকারের মধ্যে এ ব্যাপারে তাৎক্ষনিক ভাবে সক্রিয় হবার যে উদ্যোগ লক্ষ্য করা যায়, নেটোর এই সর্বসাম্প্রতিক সিদ্ধান্তে তারই প্রতিফলন ঘটেছে।

XS
SM
MD
LG