অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান সেনা বাহিনী ও নেটোর মধ্যেকার তোরখাম বৈঠক ।


পাকিস্তান সেনা বাহিনী ও নেটোর মধ্যেকার তোরখাম বৈঠক ।
পাকিস্তান সেনা বাহিনী ও নেটোর মধ্যেকার তোরখাম বৈঠক ।

পাকিস্তান সামরিক বাহিনী ও নেটো কর্মকর্তারা সীমান্ত নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনার জন্যে বৈঠকে বসেছেন , গেলো নভেম্বর , সীমান্ত পার থেকে জোট বাহিনীর হামলা অভিযানে ২৪ পাকিস্তানী সৈন্য নিহত হবার পর ।

ঐ হামলা অভিযানের পর থেকেই যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক সর্বকালের রেকর্ড মাত্রায় নেমে এসেছে । এবং ওরই প্রতিক্রিয়ায় , পাকিস্তানের পক্ষ থেকে আফগানিস্তান অভিমুখি নেটোর রসদ সরবরাহ পথ আটকিয়ে দেওয়া হয়েছে ।

পাকিস্তান সেনা বাহিনী বলছে – বুধবারের এ বৈঠক হচ্ছে তোরখামে । পাকিস্তান বাহিনীর সেনাধিনায়ক আশফাক কায়ানী বৈঠকে অংশ নিচ্ছেন ।

ইসলামাবাদে , কর্মকর্তারা বলছেন – রসদ সরবরাহ পথ নেটোর জন্যে আবার হয়তোবা খুলেই যাবে – তবে , এর জন্যে পাকিস্তান মাশুল চাইবে আরো বেশি হারে ।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগীয় কর্মকর্তারা এ্যামেরিকান ও পাকিস্তানী – দুপক্ষেরই সমন্বয়ের অভাবকেই ঘটনার জন্যে দায়ি করছেন ।

XS
SM
MD
LG