অ্যাকসেসিবিলিটি লিংক

গাদ্দাফির আবাসিক প্রাঙ্গনে নেটোর বিমান আক্রমণ


মোয়াম্মার গাদ্দাফির আবাসিক প্রাঙ্গনে বিমান হামলার পর তার সমর্থকরা ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে।
মোয়াম্মার গাদ্দাফির আবাসিক প্রাঙ্গনে বিমান হামলার পর তার সমর্থকরা ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে শহরের কেন্দ্রস্থলে মোয়াম্মার গাদ্দাফির আবাস স্থল বাব আল আজিজিয়ার প্রাঙ্গনে নেটোর বিমান হামলায় অন্তত একটি সরকারী ভবন বিধ্বস্ত হয়। দুটি বোমা ঐ স্থানটিকে প্রকম্পিত করে। নেটো বলছে যে তাদের লক্ষস্থল ছিল যোগাযোগের সদরদপ্তর যেখনে অসামরিক লোকদের প্রতি আক্রমণের সমন্বয় করা হতো।

তবে লিবিয়ার কর্মকর্তারা বলছেন যে এর লক্ষ্য ছিল মি গাদ্দাফিকে হত্যা করা। তবে লিবিয়া সরকারের একজন মুখপাত্র মুসা ইব্রাহিম বলছেন যে ঐ হামলায় তিন জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে। তবে তিনি বলছেন যে মি গাদ্দাফির মনোবল অটুট আছেন ।

কর্তৃপক্ষস বলছে যে বোমায় বিধ্বস্ত ঐ ভবনটি মন্ত্রীদের এবং অন্যান্যদের বৈঠকের জন্যে ব্যবহার করা হতো ঐ বিমান অভিযানের সময়ে মি গাদ্দাফি কোথায় ছিলেন তা জানা যায়নি। এই আক্রমণটি এমন সময়ে হয়েছে , যখন পশ্চিমে বিদ্রোহী নিয়ন্ত্রিত মিসরাটায় লড়াই চলছিল।

XS
SM
MD
LG