অ্যাকসেসিবিলিটি লিংক

নেটোর বিমান আক্রমণে পাঁচ জন আফগান সৈন্য নিহত


আজ খুব ভোর বেলা নেটোর এক বিমান আক্রমণে আফগানিস্তানের পুর্বাঞ্চলীয় লোগার প্রদেশে পাঁচ জন আফগান সৈন্য নিহত এবং আরও অন্তত আটজন আহত হয়েছে।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর একজন মুখপাত্রী বলেছেন যে সামরিক অভিযানের সময়ে ঐ সৈন্যদের ভুল বশত হত্যা করা হয়।

তিনি বলেন ঐ ঘটনার কারণ সম্পর্কে তদন্ত চলছে এবং নিহতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করা হয়েছে।

তাৎক্ষনিক ভাবে এটা পরিস্কার হয়নি যে ঐ বিমান হামলায় কি ধরণের অস্ত্র ব্যবহার করা হয়েছিল এবং কোন কোন লক্ষবস্তুর ওপর তা আঘাত হেনেছে।

লোগারে প্রাদেশিক কর্মকর্তারা বলছেন যে আজ পরে বৈঠক করে তাঁরা এ ব্যাপারে সরকারী প্রতিক্রিয়া জানাবেন।

যুক্তরাষ্ট্র এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মধ্যে সম্পর্ক যখন প্রায় তলানিতে সেই সময়ে এই ঘটনাটি ঘটলো। কারজাই এ ধরণের বিমান হামলার সমালোচনা করে থাকের যা কী না আফগানদের জীবনবিনাশী হয়।

বর্তমানে শ্রীলংকায় সরকারী সফরে থাকা কারজাই এই হামলা সম্পর্কে এখন ও কোন মন্তব্য করেননি।
XS
SM
MD
LG