অ্যাকসেসিবিলিটি লিংক

ত্রিপোলির ওপর আবার নেটোর বিমান হামলা


ত্রিপোলির ওপর আবার নেটোর বিমান হামলা
ত্রিপোলির ওপর আবার নেটোর বিমান হামলা

লিবিয়ায় মঙ্গলবার ভোরে রাজধানী ত্রিপোলির ওপর নেটোর যে বিমান হামলা হয় তার প্রতিক্রিয়া সম্পর্কিত খবরাখবর এখন আসতে আরম্ভ করেছে । লিবিয়ার রাজধানীতে কম হলেও পাঁচটি বিকট শব্দের বিস্ফোরণ হয়েছে বলে প্রত্যক্ষদর্শিদের বিবরণ থেকে শোনা যাচ্ছে । বিস্ফোরণের পরপরই শহরের মাথার ওপর ধোঁয়ার কূন্ডলী উঠতে দেখা যায় । পরে সরকারী কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে করে সেখানে নিয়ে যান – বিধ্বস্ত এলাকা দেখানোর জন্যে । বিদ্রোহিরা ইতিমধ্যে দেশটির পশ্চিমাঞ্চলে তাদের অগ্রাভিযান অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে বলে দাবী করছে । পশ্চিমাঞ্চলবর্তী যিনতান শহরের কাছাকাছি সরকারী অস্ত্র গুদামের ওপর সোমবারের নেটোর বিমান হামলার পর পরই প্রচন্ড বোমাবর্ষণ হয়েছিলো । মঙ্গলবার নেটো বলেছে – সাম্প্রতিক বিমান হামলায় ত্রিপোলির কমান্ড ও কন্ট্রোল স্থাপনা, মিযদায় অবস্থিত গোলাবারূদের স্থাপনা এবং বন্দর শহর মিসরাতার কমান্ড কন্ট্রোল স্থাপনা ও একটি ট্যাঙ্কের ওপর আঘাত হানা হয় । ইতিমধ্যে জাতিসংঘের ত্রাণ বিভাগীয় প্রধান ভ্যালারি এমোস সোমবার নিরাপত্তা পরিষদকে জানান – আন্তর্জাতিক বিধিনিষেধ যেভাবে লিবিয়ায় কার্যকর করা হচ্ছে তাতে দেশটির সংঘাত বিক্ষুদ্ধ জনগোষ্ঠীর জন্যে ত্রাণ সামগ্রী পৌছিয়ে দেবার কাজ বিলম্বিত হচ্ছে ।

XS
SM
MD
LG