অ্যাকসেসিবিলিটি লিংক

নেটোর নতুন প্রধানের অকষ্মাৎ আফগানিস্তান সফর


নেটোর নতুন মহাসচিব Jens Stoltenberg আজ কাবুলে অঘোষিত এক সফরে গিয়ে বলেছেন যে এই পশ্চিমি সামরিক জোট , আফগানিস্তান থেকে বিদেশী যোদ্ধৃ বাহিনী চলে যাওয়ার পর তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি বলেন যে এই যোদ্ধৃ মিশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে যেখানে আফগানিস্তানের ভবিষ্যৎ আফগান জনগণের হাতে।

নরওয়ের এই সাবেক প্রধানমন্ত্রী বলেন এক বছরের ও বেশি সময় ধরে আফগান সৈন্য এবং পুলিশ গোটা দেশে নিরাপত্তা তৎপরতার নের্তৃত্ব দিয়েছে তারা এখন নিরাপত্তার পূর্ণ ভার নেবে। কিন্তু তারা একা নয় ।

নেটো প্রধান হিসেবে Stoltenberg এর এই প্রথম আফগান সফরের সময়ে তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আব্দুল্লাহ এবং সেখানে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর শীর্ষ নের্তত্বের সঙ্গে আলাপ আলোচনা করবেন।

XS
SM
MD
LG