অ্যাকসেসিবিলিটি লিংক

নেটো লিবিয়ার বিদ্রোহীদের সমালোচনা নাকচ করে দিয়েছে।


লিবিয়ার বিদ্রোহী বাহিনীর প্রধান আব্দেল ফাতাহ ইউনুস বেনগাজিতে আজ এক সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন।
লিবিয়ার বিদ্রোহী বাহিনীর প্রধান আব্দেল ফাতাহ ইউনুস বেনগাজিতে আজ এক সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন।

লিবিয়ার নেতা মুয়াম্মর গাদ্দাফির সামরিক বাহিনীর উপর মিত্র জোটের বিমান হামলা গতি সম্পর্কে লিবিয়ার বিদ্রোহীরা যে সমালোচনা করেছে নেটো তা বাতিল করে দিয়েছে। ওদিকে গাদ্দাফি পন্থী বাহিনী পশ্চিমাঞ্চলের মিসরাটা শহরে বিদ্রোহীদের বিরুদ্ধে প্রচন্ড হামলা চালায় এবং বিদ্রোহীদের পুর্বাঞ্চলের তেল সমৃদ্ধ শহরগুলো থেকে তাদের পিছু হঠিয়ে দেয়।

নেটোর মুখপাত্রী কারমেন রোমেরো বুধবার বলেন নেটো সামরিক তত্পরতার নিয়ন্ত্রন নেওয়ার পর থেকে লিবিয়ায় যে কটি এবং যতটা সঠিক ভাবে বিমান আক্রমন চালানো হচ্ছে, তাতে কোনো পরিবর্তন ঘটেনি। তিনি আরও বলেন বিদ্রোহী নিয়ন্ত্রিত মিসরাটায় অসামরিক লোকজনকে সুরক্ষা করাটাকে নেটো সবচাইতে বেশি অগ্রাধিকার দেয়।

লিবিয়ার বিদ্রোহী যোদ্ধাদের প্রধান বলেছেন আব্দুল ফাতে ইউনিস বলেন মিসরাটায় বিমান আক্রমনে বিলম্ব ঘটায় অসামরিক লোকজনের মৃত্যু ঘটে।

XS
SM
MD
LG