অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কের সীমান্ত বরাবর নিরাপত্তা বৃদ্ধির ব্যাপারে নেটো পররাষ্ট্র মন্ত্রীরা আলোচনা করছেন


তুরস্ক সিরিয়ার সীমান্ত বরবার রাশিয়ার একটি জঙ্গি বিমান ভূপাতিত করার এক সপ্তা পর নেটো পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কের সীমান্ত বরাবর নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করার উপায় নিয়ে আলোচনা করছেন।

ব্রাসেলস এ পররাষ্ট্র মন্ত্রীদের এক বৈঠকে কর্মকর্তারা বলেন যে এই সব বাড়তি ব্যবস্থার মধ্যে রয়েছে ভূমধ্যসাগরে আরও জাহাজ পাঠানো , তুরস্কের ইনচিরলিক বিমান ঘাঁটিতে জোটের আরও বিমান রাখা এবং আরও প্রতিবন্ধকমূলক ক্ষেপনাস্ত্র ব্যবস্থা চালু করা। কর্মকর্তারা সিরিয়া ও ইরাকের সঙ্গে তুরস্কের সীমান্তকে খুবই অস্থিতিশীল বলে বর্ণনা করেছেন এবং বলছেন যে তাঁরা ন্যাটোর আরও নিশ্চয়তামূলক পদক্ষেপ গ্রহণের কর্মসচি অব্যাহত রাখবেন।

নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন যে তুরস্কের জন্য সদস্যরাষ্ট্রগুলো কী পদক্ষেপ নেবে সে ব্যাপারে আগামি কয়েক সপ্তার মধ্যে তাদের সিদ্ধান্ত নিতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন যে তুরস্কের তার নিজেকে , নিজের সার্বভৌমত্ব রক্ষা করার অধিকার আছে তবে তুরস্ক এবং রাশিয়াকে এখন ঠান্ডা হয়ে ভাবতে হবে যে তাদের অভিন্ন শত্রু হচ্ছে ইসলামিক স্টেট।

XS
SM
MD
LG