অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় আশঙ্কাজনক ভাবে রুশ কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায় নেটোর উদ্বেগ


নেটো প্রধান জেন্স স্টলটেনবার্গ সিরিয়ায় রাশিয়ার সামরিক কর্মকান্ড উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় রাশিয়ার ভর্ৎসনা করেছেন। এর একদিন আগেই সিরীয় বিদ্রোহীদের বিরুদ্ধে বর্ধিত বিমান অভিযানের অংশ হিসেবে মস্কো ক্রুজ ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে।

তিনি আজ ব্রাসেলস এ নেটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এসে এই মন্তব্য করেন। অনুমান করা হচ্ছে এই বৈঠকের আলোচ্যসূচিতে , সিরিয়ার গৃহযুদ্ধে রুশ হস্তক্ষেপ গুরুত্ব পাবে।

বিষয়টি এ সপ্তায় আরও গুরুত্ব পায় যখন এ রকম খবর পাওয়া যায় যে সিরিয়ায় বিমার অভিযানকারী রুশ জেট বিমানগুলো তুরস্কের আকাশ সীমা লংঘন করেছে। তুরস্ক হচ্ছে যুক্তরাষ্ট্র সমর্থিত জোটের সদস্য।

স্টলটেনবার্গ বলেন যে কোন হুমকির বিরুদ্ধে তুরস্কসহ নেটো তার সব মিত্রের প্রতিরক্ষায় প্রস্তুত এবং সক্ষম। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল ফ্যালনের মতে এই নেটো মন্ত্রীরা সংকট মোচনের উপায় সন্ধান করবেন এই বৈঠকে । তিনি বলেন যে রাশিয়া সিরিয়ার গুরুতর পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে।

XS
SM
MD
LG