অ্যাকসেসিবিলিটি লিংক

লাল পতাকা নিরাপত্তা পার হয়ে কিভাবে এ্যালেক্সিসকে নেভি ইয়ার্ডে ঢুকতে দেয়া হল কর্মকর্তাদেরকে প্রশ্ন করা হবে: চাক হেগেল


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল বলেছেন সোমবার নেভি ইয়ার্ডে গোলাগুলির ঘটনায় জড়িত এ্যালেক্সিসকে কিভাবে লাল পতাকা নিরাপত্তা পার হয়ে ভেতরে ঢুকতে দেয়া হল তা নিয়ে কর্মকর্তাদেরকে প্রশ্ন করা হবে।

তিনি সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের সকল সেনা ঘাটির নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেছেন কোথাও কোন অসঙ্গতি বা দুর্বলতা পাওয়া গেলে সেটি বন্ধ করে দেয়া হবে।

সোমবার ওয়াশিংটনের নেভি ইয়ার্ড বা নৌ বাহিনীর একটি স্থাপনায় সাবেক প্রাইভট কন্টাক্টার অ্যারন এলেক্সিস এর গুলিতে ১২ জন নিহত হন।

কর্তৃপক্ষ বলছেন, অ্যারন এলেক্সিস ওয়াশিংটনে অবস্থিত সাবেক সেনাদের একটি হাসপাতালে মানষিক রোগের চিকিতসা করাচ্ছিলেন

গুলি চালানোর প্রায় ৩০ মিনিট পর ৩৪ বছর বয়সী সাবেক নৌ সেনা অ্যারন এলেক্সিস পুলিশের গুলিতে নিহত হন।
XS
SM
MD
LG