অ্যাকসেসিবিলিটি লিংক

নেওয়াজ শরিফ-তালিবান প্রতিনিধিদের বৈঠক


পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ আজ তালিবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি সে দেশের তালিবান বিদ্রোহ অবসানের লক্ষে, স্থবির আলোচনা চাঙ্গা করার লক্ষেই এই বৈঠক করেছেন।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শরিফ জোর দিয়ে বলেন যে দেশটিকে সন্ত্রাসমুক্ত করা এবং দেশে শান্তি আনা তাঁর ধর্মীয়, জাতীয়, নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।

বুধবার, সরকারী আলোচক ইরাফান সিদ্দিকী বলেন যে আলোচনায় একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে তারা পৌছেছে। এ পর্যন্ত জঙ্গিদের হামলা বন্ধ করতে আলোচনায় তেমন অগ্রগতি হয়নি।

তালিবানের আলোচক সামিউল হক বলেন যে এই সংঘাত বন্ধ করার জন্য একটি নতুন কৌশলের প্রয়োজন আছে।

ইসলামি জঙ্গিদের একটি জোট তেহরিকে তালিবান পাকিস্তানে কট্টর শারিয়া আইন আরোপ করতে চায়।
XS
SM
MD
LG