অ্যাকসেসিবিলিটি লিংক

নেপালে পুলিশ, ভারত-নেপাল সীমান্ত চৌকীতে প্রতিবন্ধক সরিয়ে দিয়েছে


A man walks near a truck at Birgunj, a town on the border with India, Nepal, Monday, Nov. 2, 2015.
A man walks near a truck at Birgunj, a town on the border with India, Nepal, Monday, Nov. 2, 2015.

নেপালে পুলিশ, সোমবার প্রতিবাদকারীদের একটি শিবিরে চড়াও হয়। প্রতিবাদকারীরা ভারতের সঙ্গে একটি সীমান্ত পারাপার বন্ধ করে রেখেছিলো। তার ফলে সীমান্ত চৌকী যেটি ৪০ দিন ধরে বন্ধ ছিল সেটি পুনরায় খোলা হয়। জ্বালানি ও অন্যান্য মালনাহী ট্রাক সহ, শত শত মোটরযান, ওই প্রতিবন্ধকে আটকে ছিল।

কর্মকর্তারা বলেন সীমান্তে প্রতিবন্ধক থাকায় নেপালে জ্বালানি ঘাটতি দেখা দেয় এবং তাতে জীবনযাত্রা বিঘ্নিত হয়।

ট্রাক বহর নেপাল থেকে ভারতে যাওয়া শুরু করেছে। কিন্তু এটা এখনও সুস্পষ্ট নয় যে ভারত থেকে নেপালে যান বহর যাচ্ছে কিনা।

মধেসি কমিউনিটি যারা নেপাল ভারত সীমান্ত বরাবর বাস করে, তাদের লোকজন সীমান্ত পারাপারে তাবু খাটায়। তারা সরকার ও সংসদে আরও প্রতিনিধিত্ব চায়।

XS
SM
MD
LG