অ্যাকসেসিবিলিটি লিংক

নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেছে


People who have had their homes damaged and are living in tents during the April 25 earthquake line up for drinking water and packaged noodles in Kathmandu, Nepal, May 3, 2015.
People who have had their homes damaged and are living in tents during the April 25 earthquake line up for drinking water and packaged noodles in Kathmandu, Nepal, May 3, 2015.

নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের ৮দিন পর ৪ ব্যক্তিকে তাদের বাড়ির ধ্বংসস্তুপের নীচ থেকে জীবিত উদ্ধার করা হয়। এদের মধ্যে একজনের বয়স ১০১ বছর।

রোববার পুলিশ সূত্রে বলা হয়, রাজধানী কাঠমুন্ডুর ৮০ কিলোমিটার উত্তর পশ্চিমে ওই ব্যক্তিকে পাওয়া যায়।

নেপালী কর্মকর্তারা বলেন সেনা বাহিনী ও পুলিশ দুই পুরুষ ও এক নারী কে কাঠমুন্ডুর উত্তরপুর্বাঞ্চলের সিন্ধুপালচক জেলাতে উদ্ধার করে। কিন্তু কর্মকর্তারা বলেন আরও মানুষকে জীবিত পাওয়ার আশা ক্ষীণ হয়ে যাচ্ছে।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রনালয় বলেছে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ১ হাজার ইউরোপিয়ান সহ হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ।

যারা প্রাণে বেচেছেন তারা সরকার ও ত্রাণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে আরও দ্রুত খাদ্য পানি এবং অন্যান্য সাহায্য লোকজনের কাছে পৌছে দেওয়ার জন্য। বাড়ি ঘর ধ্বংস হয়ে যাওয়ার পর বহু মানুষ উন্মুক্ত আকাশের নীচে দিন কাটাচ্ছে।

XS
SM
MD
LG