অ্যাকসেসিবিলিটি লিংক

নেপালে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে


নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে চলেছে---শুক্রবারে মৃতের সংখ্যা ৬ হাজার ২’ শ তে দাঁড়িয়েছে। সারা বিশ্ব থেকে যাওয়া ত্রাণ সংস্থা গুলো ২৫ এপ্রিলে ভুমিকম্পের ধংসাবশেষের নীচ থেকে মৃতদেহ উদ্ধার করছে। মনে করা হচ্ছে যে এই সংখ্যা আরো বাড়বে।

নেপালী সরকার পরিবার প্রতি ১ হাজার ডলার নগত অর্থ এবং মৃতের শতকারের জন্য আর ৪শ ডলার করে সাহায্য দিচ্ছেন।

নেপালের রাজধানী কাঠমন্ডুতে শনিবার ভুমিকম্পের পর থেকে যারা খোলা আকাশের নীচে রাত্রী যাপন করতে বাধ্য হচ্ছেন তাদের অনেকের ্কাছেই মৃতদেহের গন্ধ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।

জাতিসঙ্ঘ জানিয়েছে যে ঔ ভূমিকম্পে ৮০লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন এবং অন্তত ২০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

XS
SM
MD
LG