অ্যাকসেসিবিলিটি লিংক

নেপালে ত্রাণ ততপরতা অব্যাহত রয়েছে


আজ মঙ্গলবার নেপালে ত্রাণ সরবরাহের কাজ চলছে লাগাতার-প্রলয়ংকরি ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত হিমালয় পাদদেশে অবস্থিত দেশটির প্রান্তিক এলাকার-দূর্গম কিছু অঞ্চলে এখনো অব্দি পৌঁছোনো যাচ্ছেনা ।

ত্রাণ কর্মিরা ধংসাবশেষ হঠিয়ে, ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় উদ্ধার-সন্ধান তত্পরতা চালিয়ে যাচ্ছেন নিরন্তর। ২৫ এপ্রিলের ঐ বিপর্যয়ে সাড়ে সাত হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে আশংকা করা হচ্ছে- আহত হয়েছে অপর সাড়ে চোদ্দ হাজার জন- বলা হচ্ছে খবরাখবরে।জাতিসংঘ বলছে- নেপালের মোট জনসংখ্যার এক চতুর্থাংশের বেশি প্রায় ৮০ লক্ষ মানুষ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।

XS
SM
MD
LG