অ্যাকসেসিবিলিটি লিংক

নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন- বিদ্বিয়া ভান্ডারী


নেপালের সংষদে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট রুপে নির্বাচিত হলেন- বিদ্বিয়া ভান্ডারী ।

আগে, দেশের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন বিদ্বিয়া ভান্ডারী।সংসদের ভোটে বিদ্বিয়া ভান্ডারী ৩ শ’ ২৭ ভোট পেয়ে প্রেসিডেন্ট হলেন- আর তাঁর প্রতিদ্বন্দী প্রার্থি পান দু’ শ’ চোদ্দ ভোট।আলংকারিক এ পদটিতে নির্বাচীত ৫৪ বছর বয়স্কা বিদ্বিয়া ভান্ডারী এ্যাদ্দিন ছিলেন সংষদে, প্রধানমন্ত্রী খড়্গ প্রসাদ ওলির নেতৃত্বাধীন ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টীর ডেপুটী লীডার। ১৯ শ’ ৯৩ সালে ভুতপুর্ব কমিউনিস্ট নেতা, স্বামী মদন ভান্ডারীর মৃত্যুর পর নেপালের নেতৃস্থানীয় এক ব্যক্তিত্ব রুপে আবির্ভাব ঘটে তাঁর এবং তার পর থেকেই নারী অধিকার নিয়ে সক্রিয়ভাবে কাজ করে এসেছেন বিদ্বিয়া ভান্ডারী। সংষদে, নেপালের নতুন সংবিধান গৃহিত হবার অল্প কিছু পরেই প্রেসিডেন্ট পদের নির্বাচন অনুষ্ঠিত হলো।

XS
SM
MD
LG