অ্যাকসেসিবিলিটি লিংক

চাঁদ ও মহাকাশের অন্যান্য স্থানে বিচরণের লক্ষ্যে যুক্তরাস্ট্রের নতুন মহাকাশযান


যুক্তরাস্ট্রের নভোচারীদেরকে চাদ ও মহাকাশের অন্যান্য স্থানে বিচরণে নেয়ার লক্ষ্যে নির্মিত নতুন মহাকাশযান সফলভাবে পরীক্ষন সম্পন্ন করেছে।

মহাকাশ বিজ্ঞানীরা বলছেন এই নভোযানটি সকলপ্রকাশ আধুনিক সরঞ্জামসহ মহাকাশ অভিযানের জন্য সবচেয়ে আধুনিক চমৎকার একটি নভোযান।

অরিয়ন ক্যাপসুল নামক ঐ মহাকাশযানের মিশন কন্ট্রোল মুখপাত্র রব নাভিয়াস বলেন এটি হচ্ছে সর্বকালের সর্বোৎকৃষ্ট মহাকাশযান। অরিয়ন যুক্তরাস্ট্রে নভোচারীদেরকে নিয়ে পৃথিবীর কক্ষ, চাদ ও মঙ্গলগ্রহ সহ মহাকাশের বিভিন্ন স্থান প্রদক্ষিন করবে।

XS
SM
MD
LG