অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ার প্রেসিডেণ্ট নির্বাচনে এগিয়ে আছেন বুহারী


নাইজিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের সর্ব সাম্প্রতিক ফলাফলে দেখা যাচ্ছে-গদ্দীনশিন প্রেসিডেন্ট গুডলাক জানাথনের প্রতিদ্বন্দী মুহাম্মদু বুহারী অগ্রবর্তী অবস্থানে রয়েছেন এবং ভোট গণনা বাকি যাই রয়েছে সেও ঐ গুটিকয়েক রাজ্যেরই। নাইজিরিয়ার নিরপেক্ষ ন্যাশনাল ইলেকটোরাল কমিশন INEC-র প্রকাশিত ভোট-হিসেবে দেখা যাচ্ছে বুহারী প্রেসিডেন্ট জানাথানের তুলনায় বেশি রাজ্যে জয়ী হচ্ছেন এবং দেশওয়ারি হিসেবে এগিযে রয়েছেন ৩০ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে। বিরোধী দল All Progressives Congress (APC) party-র নেতা বুহারী দক্ষনাঞ্চলবর্তী নাইজিরিয়ায় কম হ‘লেও ৬টি রাজ্যে জিতেছেন- নির্বাচনের সময়েও যে রাজ্যগুলোকে প্রেসিডেন্ট জানাথানেরই মজবুত ঘাঁটি বলে মনে করা হয়েছিলো।

বুহারীর বিজয় দেশটিতে প্রেসিডেন্ট জানাথানের People's Democratic Party-র ১৬ বছর স্থায়ী শাসনের অবসান ঘটাবে এবং ৩০ বছর পর বুহারীকে আবার ক্ষমতার মসনদে বসাবে। ৭২ বছর বয়সি অবসরপ্রাপ্ত সেনাধিনায়ক বুহারী এক অভ্যুত্থানের পর দেশটির সামরিক শাসক ছিলেন ১৯ শ’ ৮৪ এবং ১৯ শ’ ৮৫ সালে।

XS
SM
MD
LG