অ্যাকসেসিবিলিটি লিংক

বোকো হারামের প্রকাশিত ভিডিওতে অপহৃত মেয়েদের দেখা যাচ্ছে


A woman takes part in a protest for the release of the abducted secondary school girls in the remote village of Chibok, during a sit-in protest at the Unity fountain Abuja, May 12, 2014. The leader of the Nigerian Islamist rebel group Boko Haram has offe
A woman takes part in a protest for the release of the abducted secondary school girls in the remote village of Chibok, during a sit-in protest at the Unity fountain Abuja, May 12, 2014. The leader of the Nigerian Islamist rebel group Boko Haram has offe
ইসলামপন্থী উগ্রবাদী দল বোকো হারাম একটি ভিডিও প্রকাশ করেছে এবং দাবী করছে যে গত মাসে নাজেরিয়ার উত্তরাঞ্চল থেকে তারা যে অল্প বয়সী মেয়েদের অপহরণ করে, ভিডিওতে তাদেরকে দেখা যাচ্ছে।

ফরাসী সংবাদ সংস্থা ১৭ মিনিটের ওই ভিডিওটা সংগ্রহ করে। তাতে দেখা যাচ্ছে প্রায় ১৩০টি মেয়ে এবং তারা বোরখা পরে আছে। গ্রামাঞ্চলে মেয়েরা বসে আছে, অনেকে হাত তুলে প্রার্থনা করছে এবং দোয়া পড়ছে।

ভিডিওতে বোকো হারামের নেতা আবু বাকার শেকাউ করেন যে মেয়েরা মুসলমান হয়ে স্বাধীন হয়েছে। তিনি বলেন নাজেরিয়ায় আটক যোদ্ধাদের মুক্ত না করে দেওয়া অবধি মেয়েদের মুক্ত করা হবে না।

বোকো হারাম উত্তর পুর্বাঞ্চলের চিবক শহর থেকে প্রায় ৩০০ মেয়েকে অপহরণ করে। এখনও ২০০ মেয়ে নিখোজ। চরমপন্থীরা হুমকি দিয়েছে যে মেয়েদের মানব পাচার বাজারে বিক্রী করা হবে।
XS
SM
MD
LG