অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে তালিবান আক্রমণঃ ৯ জন নিহত


আফগান কর্মকর্তারা বলেন, চারজন বন্দুকধারী তরুণ তালিবান কাবুলের একটি বিলাস বহুল হোটেলের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে হোটেলে ঢুকে ৯ জন অসামরিক লোককে হত্যা করেছে। আক্রমণকারীরা মোজার ভেতরে অস্ত্রশস্ত্র লুকিয়ে হোটেলের ভেতরে প্রবেশ করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সেদিকী বলেন চার আক্রমণকারী বন্দুকের গুলিতে নিহত হয়েছে। তিনি নিশ্চিত করছেন যে বৃহস্পতিবারের আক্রমণে নিহতদের মধ্যে বিদেশী নাগরিকও ছিল।

সেদিকী বলেন, আফগান নিরাপত্তা বাহিনী তিনঘন্টা পর হামলাকারীদের হত্যা করেছে । যে ৯জন নিহত হয়েছে তাদের মধ্যে মোট চার জন বিদেশী। নিউজিল্যান্ড, কানাডা, পাকিস্তান ও ভারতের নাগরিক ছিলেন। আরো যে ৫ জন আফগান নিহত হয়েছে তাদের মধ্যে দুজন শিশু ও দুজন মহিলাও রয়েছে। ঐ হামলায় আরও ছয়জন আহত হয়েছে।

কর্মকর্তারা বলেন, বন্দুকধারীরা বিকালের দিকে সেরিনা হোটেলে প্রবেশ করে এবং আক্রমণের আগে প্রায় তিন ঘন্টা আপেক্ষা করেছে। তারা জানান আক্রমণকারীদের বয়স ১৮ বছরের নীচে।

২০০৮ সালে একই হোটেলে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ৬জন প্রাণ হারান।
XS
SM
MD
LG