অ্যাকসেসিবিলিটি লিংক

বিহারের মুখ্যমন্ত্রী হতে পারলে রাজ্যে মদ্যপান নিষিদ্ধ করে দেবার প্রতিশ্রুতি দিলেন নীতিশ কুমার


আগামী অক্টোবরে বিহার বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ফের মুখ্যমন্ত্রী হতে পারলে রাজ্যে মদ্যপান নিষিদ্ধ করে দেবার প্রতিশ্রুতি দিলেন নীতিশ কুমার। বিজেপি-র মন্তব্য, করতে চাইলে এখনই তো করা যায়। এ কেবল নির্বাচনের আগে নীতিশের ভুয়ো প্রতিশ্রুতি।

অতীতে ১৯৭৭ থেকে ১৯৭৯ পর্যন্ত দু বছর রাজ্যে মদ্যপান নিষিদ্ধ করেছিলেন ততকালীন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুর। কিন্তু রাজস্ব কমে যাওয়ায় নিষেধ তুলে নেওয়া হয়। গত বছরও বিহারের মোট ২৬ হাজার কোটি টাকা রাজস্বের মধ্যে আবগারী শুল্ক থেকে আদায়ই ছিল ৩,৩০০ কোটি টাকা। কাজেই এ বারও মদ্যপান নিষিদ্ধ করতে হলে বিকল্প রাজস্বের উতস খুঁজে বের করতে হবে। বৃহস্পতিবার যে জনসভায় নীতিশ আকস্মিক ভাবে এই ঘোষণা করেন, সেখানে উপস্থিত মহিলাদের মধ্যে কেউ কেউ বলেন, পরিবারের পুরুষদের অপরিমিত মদ্যপানের পরিণামে তাঁদের পরিবার তছনছ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী একটা কিছু প্রতিকার করুন। এর পরই নীতিশের এই ঘোষণা। সদিচ্ছা রূপায়ণ কিন্তু সহজ হবে না।

XS
SM
MD
LG