অ্যাকসেসিবিলিটি লিংক

অর্থনীতিতে নোবেল পেলেন জ্যঁ তিখোল


এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন, ফ্রান্সের জ্যঁ তিখোল। তিনি বাজারের ক্ষমতা এবং নিয়মবিধির ওপর তাঁর গবেষণার জন্যে এই পুরস্কার পেলেন।

The Royal Swedish Academy of Sciences সোমবার স্টকহোমে ঐ পুরস্কার ঘোষণা করে। পুরস্কারের অর্থমূল্য ১১লক্ষ ডলার। অ্যাকাডেমি জানিয়েছে, মিঃ তিখোল কিভাবে কয়েকটি ক্ষমতাবান প্রতিষ্ঠানের সাহায্যে বাজার সম্পর্কে জানা যায় এবং বাজারের নিয়মবিধি কার্যকর করা যায় তা দেখিয়েছেন। অ্যাকাডেমি আরো বলেছে, তিনি হলেন এসময়কার সবচেয়ে প্রভাবশালী অর্থনীতিবিদদের একজন।

গত ৩০ বছর ধরে, মিঃ তিখোল বাজারের পতনের ওপর গবেষণা করেছেন। সেইসঙ্গে তিনি কাজ করেছেন, স্বল্প সংখ্যক বৃহত প্রতিষ্ঠান এবং সিঙ্গল মনোপলি বা এক প্রতিষ্ঠান ভিত্তিক বাজার নিয়ে।

৬১ বছর বয়স্ক ঐ অর্থনীতিবিদ কাজ করেন ফ্রান্সের তুলুস School of Economics-এ।

XS
SM
MD
LG