অ্যাকসেসিবিলিটি লিংক

২০১৫ সালের নোবেল শান্তি পুরষ্কার পেল তিউনিসিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট


তিউনিসিয়ায় ২০১১ সালে যে Jasmine Revolution বা আরব বসন্ত নামের বিপ্লব শুরু হয় এবং পরবর্তীতে সেখানে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্টিত হয় সেই প্রক্রিয়ায় প্রধান ভূমিকা রাখার জন্য ২০১৫ সালের নোবেল শান্তি পুরষ্কার লাভ করল তিউনিসিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ারটেট।

শুক্রবার, নরওয়ের ওসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরষ্কারের কথা ঘোষণা করে। পৃথক পৃথক ভাবে কোন সংগঠনকে নয়, যৌথ ভাবে চারটি সংগঠন এই শান্তি পুরস্কার পাচ্ছে।

আরব বসন্তের পরে রাজনৈতিক হত্যা এবং সামাজিক অসন্তোষের কারণে গণতন্ত্রায়ণ যখন ধ্বংসের পথে তখন ঐ চারটি সংগঠন শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া প্রতিষ্ঠায় যৌথ ভাবে কাজ করে। নোবেল কমিটি আরও উল্লেখ করেছে, তিউনিসিয়া যখন প্রায় গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে তখন এই জোট শান্তিপূর্ণ পথে বিকল্প রাজনৈতিক প্রক্রিয়ার সূচনা করে। নোবেল জয়ী চারটি সংগঠন হচ্ছে তিউনিসিয়ান জেনারেল লেবার ইউনিয়ন, তিউনিসিয়ান কনফেডারেশন অব ইন্ডাস্ট্রি, ট্রেড এন্ড হ্যান্ডিক্রাফটস, তিউনিসিয়ান হিউম্যান রাইটস লীগ এবং তিউনিসিয়ান অর্ডার অব ল-ইয়ার্স।

XS
SM
MD
LG