অ্যাকসেসিবিলিটি লিংক

ফরাসি লেখক প্যাট্রিক মোদিয়ানো সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন


দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সে জার্মান দখলদারিত্ব বিষয়ক লেখার জন্য সুইডিশ একাডেমী কতৃক ফরাসি লেখক প্যাট্রিক মোদিয়ানোকে ২০১৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

সুইডিশ একাডেমীর স্থায়ি সচিব পিটার এংলান্ড বৃহস্পতিবার ষ্টকহোমে এ পুরস্কার ঘোষণা করেন।

মোদিয়ানো এ পুরস্কারের অর্থ বাবদ ১১ লক্ষ ডলার পাচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফ্রান্স বিষয়ক তাঁরগল্পসমূহ ইংরেজী ভাষায় অনুবাদ করা হয়েছে যার মধ্যে রয়েছে ‘এ ট্রেস অব মেলিস, হানিমুন, এবং মিসিং পারসন’ উপন্যাস সমূহ।

ইহুদীদের জীবন,নাৎসী দখল এবং পরিচিতি হারানোর বিষয়গুলো তাঁর উপন্যাসে এসেছে বারবার। ১৯৬৮ সালে প্রকাশিত তাঁর একটি উপন্যাস La Place de I’Etoile জার্মানীতে প্রশংসিত হয়, ইহুদী নিধন পরবর্তী সাহিত্য হিসাবে।

মোদিয়ানো হচ্ছেন সাহিত্যে নোবেল পাওয়া ১০৭তম ঔপন্যাসিক এবং এই পুরস্কার পাওয়া ১১তম ফরাসী ঔপন্যাসিক। এর মাধ্যমে তিনি জন ষ্টেইনব্যাক, উইলিয়াম ফল্কনার ও পাবলো নেরুদার ন্যায় জনপ্রিয় লেখকদের কাতারে নাম লেখালেন।

উল্লেখ্য, ১৯১৩ সালে ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এশিয়ান হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার পান।

XS
SM
MD
LG