অ্যাকসেসিবিলিটি লিংক

শান্তিতে নোবেল পেলেন অর্গানাইজেশন ফর প্রোহিবিশন অব কেমিকেল উইপনস


শান্তিতে এ বছরের নোবেল পুরস্কার পেলেন দা অর্গানাইজেশন ফর দা প্রোহিবিশন অব কেমিকেল উইপনস। সংগঠনটি বর্তমানে সিরিয়ার রাসায়নিক অস্ত্র সম্ভার নির্মূলে কাজ করছে।

রাসায়নিক অস্ত্র নির্মুলে সংগঠনটির আন্তরিক প্রয়াসের স্বীকৃতি হিসাবে এই পুরস্কারের জন্য তাদেরকে মনোনীত করা হয় বলে শুক্রবার অসলোতে নোবেল কমিটি ঘোষনা দেয়।

আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নের লক্ষ্যে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় হেগ ভিত্তিক এই সংগঠনটি।

নোবেল কমিটি কর্তৃক শুক্রবার দেয়া এক বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক আইনে রাসায়নিক অস্ত্রের ব্যবহার’কে নিষিদ্ধ হিসাবে সংজ্ঞায়িত করতে সংগঠনটির কার্যক্রম সহায়তা করে। সম্প্রতি সিরিয়া তার রাসায়নিক অস্ত্র থাকারকথা স্বিকার করেছে এবং সোমবার এই সংগঠনের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

সদস্য রাষ্ট্রসমূহের অর্থায়নে চলা এই সংগঠনের বাজেট ১০ কোটি ডলার। নেদারল্যান্ডের হেগে এর সদরদপ্তর যেখানে কাজ করছেন ৫০০ জন কর্মচারী। সংগঠনটি এ পর্যন্ত ৮৬টি দেশে ৫ সহস্রাধিক তদন্ত কাজ সম্পন্ন করেছে।
XS
SM
MD
LG