অ্যাকসেসিবিলিটি লিংক

সংবাদ সংস্থা ইওনহ্যাপ জানিয়েছে উত্তর পারমানবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে


In this image provided by 38 North, shows a rail flatcar at radiochemical laboratory where North Korea separates weapons-grade plutonium from waste from a nuclear reactor. U.S. researchers see further signs from satellite imagery that North Korea is looki
In this image provided by 38 North, shows a rail flatcar at radiochemical laboratory where North Korea separates weapons-grade plutonium from waste from a nuclear reactor. U.S. researchers see further signs from satellite imagery that North Korea is looki

দক্ষিণ কোরিয়ার ইওনহ্যাপ সংবাদ সংস্থা জানিয়েছে যে উত্তর কোরিয়া, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে পঞ্চম পারমানবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

রবিবার ইওনহ্যাপ বলেছে তারা বিভিন্ন সরকারি সূত্রে জানতে পেরেছে যে উত্তর কোরিয়ার পুংগাই রি পারমানবিক পরীক্ষা কেন্দ্রে, সাম্প্রতিক দিনগুলোতে, তৎপরতা, দুই থেকে তিন গুন বেড়ে গেছে।

অজ্ঞাত পরিচয়ের কর্মকর্তারা মনে করেন যে সব ট্রাক ওই স্থান থেকে আসা যাওয়া করছে সেগুলোতে হযত পারমানবিক প্রকৌশলিরা আছেন।

পিয়ংইয়ং আরেকবার পারমানবিক পরীক্ষা চালাতে যাচ্ছে সে বিষয়ে যখন উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তখন উত্তর কোরিয়ার প্রশাসন মে মাসে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির এক বিরল বৈঠক অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে।

XS
SM
MD
LG