অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া হুমকী ছাড়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না


In this frame taken from TV, North Korean leader Kim Jong Un, center, applauds during the ruling party congress in Pyongyang, North Korea, May 7, 2016.
In this frame taken from TV, North Korean leader Kim Jong Un, center, applauds during the ruling party congress in Pyongyang, North Korea, May 7, 2016.

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে প্রেসিডেন্ট কিম জং উন ক্ষমতাসীন দলের সম্মেলনে বলেছেন অন্যান্য পারমাণবিক অস্ত্রধারী দেশের, উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের প্রতি হুমকী ছাড়া, তাঁর দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।

রবিবার প্রকাশিত কেসিএনএ’র রিপোর্টে বলা হয়, অন্যান্য দেশ যারা পিয়ংইয়ং সরকারের প্রতি শত্রুভাবাপন্ন তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহও প্রকাশ করেছেন কিম জং উন। তিনি অবিশ্বাস ও ভুলবুঝাবুঝির সম্ভাবনা হ্রাসের লক্ষ্যে দক্ষিণ কোরিযার সঙ্গে আরওআলোচনার আহ্বান জানান।

কংগ্রেস বা সম্মেলন শুরু হয় শুক্রবার এবং তা কয়েকদিন চলবে। কিম তাঁর পঞ্চবার্ষিক পরিকল্পনার বিবরণ দেন এবং তাতে পারমাণবিক অস্ত্র নির্মাণ এবং দেশের অর্থনীতি উন্নয়নের কথা বলা হয়।

XS
SM
MD
LG