অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপে একমত যুক্তরাষ্ট্র-চীন


সম্প্রতি উত্তর কোরিয়া যে পারমানবিক পরীক্ষা চালিয়েছ এবং দূর পাল্লার ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে সে কারণে দেশটির বিরুদ্ধে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং চীন বুধবার ঐকমত্যে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব উত্থাপন করবে। এই প্রস্তাবের বিস্তারিত বিষয় এখনও পরিস্কার হয়নি।

চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই’র ওয়াশিংটন সফরের সময়ে এই ঘোষণাটি করা হলো। গত মঙ্গলবার তিনি পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুজান রাইসের সঙ্গে দেখা করেছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র নেড প্রাইস বলেন যে, জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞাসহ উত্তর কোরিয়ার ঐ সব পরীক্ষার বিরুদ্ধে কড়া ওবং একতাবদ্ধ ভাবে জবাব দেয়ার ব্যাপারে রাইস এবং ওয়াং একমত হন। আজ দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র চো জুন হিউক এই খসড়া প্রস্তাবকে কড়া এবং সামূহিক বলে অভিহিত করেছেন।

XS
SM
MD
LG