অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া আন্তর্জাতিক সাংবাদিকদের বহিষ্কার করেছে


উত্তর কোরিয়া আন্তর্জাতিক সাংবাদিকদের প্রতি যে আচরণ করছে তা, পিইয়ংইয়ং এ ক্ষমতাসীন দলের যে সম্মেলন হচ্ছে তাতে কিম জং উনের সরকারের যে একটা চিত্র তুলে ধরা হচ্ছে তার ক্ষতি করছে।

উত্তর কোরিয়া সোমবার BBCর সাংবাদিকদের একটি টিমকে বহিষ্কার করেছে। কারণ কর্মকর্তারা তাদের রিপোর্ট খুব একটা পছন্দ করেনি।

BBC’র টোকিও সংবাদদাতা রুপার্ট উইংফিল্ড-হেইস এবং প্রযোজক মারিয়া বার্ন এবং ক্যামেরা ম্যান ম্যাথিউস গডার্ড কে শুক্রবার আটক করা হয় যখন তারা উত্তর কোরিয়া ত্যাগ করছিলেন। উইংফিল্ড-হেইস কে ৮ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয।

ওদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মুখপাত্র মুন স্যাং কিইউন সোমবার কিমজং উন এর অবস্থান প্রত্যাখ্যান করেছেন। কিম উত্তর কোরিয়ার অর্থনৈতিক উন্নযন এবং একই সাথে পারমানবিক অস্ত্রের কথা বলছেন।

XS
SM
MD
LG