অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে


উত্তর কোরিয়া শুক্রবার মাঝারি পাল্লার যে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তা ব্যর্থ হলেও বিশ্লেষকেরা মনে করছেন একে সমারিক বাহিনীর ব্যর্থতা ভাবার অবকাশ নেই কারণ এর পরিবর্তে তারা যে সর্বাধুনিক পারমানবিক অস্ত্র কর্মসূচীর দিকে নিজেদের এগিয়ে নিচ্ছে এটা তারই অংশ বিশেষ।

ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মিডেলবুউরি ইনিষ্টিটিউট অফ ইণ্টারন্যাশনাল ষ্টাডিসের এশিয়ার পূর্বাঞ্চলীয় পারমানবিক সম্প্রসারণ রোধ কার্যক্রমের পরিচালক জেফরি লুইস বললেন, তারা ভাষায়, আমরা মনে করি যে মানুষ ভাবছে উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে এবং এ থেকে একটা ধারণা হতে পারে যে উত্তর কোরিয়া সম্পর্কে উদ্বেগের কারণ নেই। তবে এই ব্যর্থ উৎক্ষেপণ থেকে দেশটির ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীরা আরও অনেক কিছু শিখবেন।

উত্তর কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট কিম ইল সুং এর জন্ম বার্ষিকী উপলক্ষে প্রয়াত প্রেসিডেন্ট সুং এর নাতি দেশটির বর্তমান প্রেসিডেন্ট কিম জং উং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা সৃষ্টি করেছে।

XS
SM
MD
LG