অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া হিওন ইয়ং চোলকে সেনা বাহিনীর ভাইস মার্শাল নিযুক্তি করেছে


উত্তর কোরিয়া তার সেনা বাহিনীর নতুন এক ভাইস মার্শাল নিযুক্তির কথা ঘোষনা করেছে । দেশটির সামরিক নেতৃত্ব পূনর্বিন্যাসের উদ্যোগ উত্তর কোরিয়ায় লাগাতার চলছে ।

রাষ্ট্রীয় মালিকানায় পরিচালনাধীন সংবাদ মাধ্যম বলছে – ওয়ার্কার্স পার্টীর কেন্দ্রীয় সামরিক কমিশন ও জাতিয় প্রতিরক্ষা কমিশন ঐ পদটীতে হিওন ইয়ং চোলকে পদোন্নতি দিয়েছে ।

হিয়ন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি - ২ হাজার ১০ সালের সেপ্টেম্বরে তিনি জেনারেল পদে উন্নীত হয়েছিলেন এ টুকু ছাড়া ।

নতুন এ নিযুক্তির আগে দেশটির শীর্ষ সামরিক ব্যক্তি রি ইয়ং হো’র চলে যাওয়াটা বিস্ময়কর ঠেকছে । কিম যং উনের শীর্ষ পরামর্শক ছিলেন তিনি – দু’ হাজার ৯ সাল থেকেই সেনা বাহিনীর নেতৃত্বে ছিলেন তিনি । উত্তর কোরিয়া বলছে – অসূস্থতা হেতূ রি কে তাঁর সকল দায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ।

XS
SM
MD
LG