অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া জাহাজ বিধ্বংসী ক্ষেপনাস্ত্র পরীক্ষা করেছে


দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা বলছেন যে উত্তর কোরিয়া সমুদ্রের উপর তিনটি জাহাজ বিধ্বংসী ক্রজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা করেছে। এর একদিন আগেই তারা দক্ষিণ কোরিয়ার জলযানগুলোকে এই বলে সতর্ক করে দিয়েছিল যে সেগুলো যদি উত্তরের জলসীমায় অনুপ্রবেশ করে , তা হলে তারা ঐ সব জলযানের ওপর আঘাত হানবে।

সওলে কর্মকর্তারা বলছেন যে পূর্বাঞ্চলের বন্দরনগরী ওয়োনসানের কাছে একটি স্থান থেকে এক ঘন্টার মধ্যে এই ক্ষেপনাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।

আজ শনিবার দিনে আরও আগের দিকে , পিয়ংইয়ং সরকার জানায় যে তারা সাফল্যের সঙ্গেই সাব মেরিন কেন্দ্রীক সএকটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়ছে । এটি সে দেশের সামরিক প্রযুক্তির অগ্রগতির নির্দেশক।

উত্তর কোরিয়ার উপর এ ব্যাপারে জাতিসংঘের একটা নিষেধাজ্ঞা আছে যাতে দেশটি ব্যালিস্টক ক্ষেপনাস্ত্র তৈরি করতে পারবে না।

সরকারী KCNA সংবাদ সংস্থার বলেছে যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই পরীক্ষামূলক উক্ষেপণ অনুষ্ঠানে নিজেই উপস্থিত ছিলেন এবং তিনি ব্যক্তিগত ভাবে এই পরীক্ষামূলক উৎক্ষেপনের নির্দেশ দেন।

XS
SM
MD
LG