অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার নতুন পারমানবিক পরীক্ষা চালানোর হুমকি


জাতিসংঘের কমিটি উত্তর কোরিয়ার বিরুদ্ধে মানবাধিকার লংঘনের অভিযোগে যে নিন্দা প্রস্তাব এনেছে তার জবাবে পিয়ংইয়ং সরকার নতুন করে পারমানবিক পরীক্ষা চালানোর হুমকি দিয়েছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রক বলেছে যে জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটি দেশটির মানবাধিকার বিষয়ে যে প্রস্তাব পাশ করেছে তার প্রেক্ষাপটে পিয়ংইয়ং সরকার চতুর্থ পারমানবিক পরীক্ষা করা থেকে বিরত থাকতে পারবে না।

জাতিসংঘের ঐ কমিটির প্রস্তাবে সেুপারিশ করা হয়েছে যে উত্তর কোরিয়াকে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্মুখীন করা হোক। এই প্রস্তাবের ভিত্তি হচ্ছে জাতিসংঘের তদন্ত কমিশন যারা দেখতে পেয়েছে যে উত্তর কোরিয়ায় এমন সব অপরাধ করা হচ্ছে যা আধুনিক বিশ্বে নজিরবিহীন ।

তবে উত্তর কোরিয়া তার বিবৃতিতে বলেছে যে ঐ প্রস্তাব ঘৃণ্য অপবাদে পুর্ণ আর সেটি পাশ হওয়ায় উত্তর কোরিয়াকে রাজনৈতিক উস্কানী দেওয়ার শামিল।

XS
SM
MD
LG