অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ছিন্ন করেছে


People watch a TV news program showing a file footage of North Korea's ballistic missile that the North claimed to have launched from underwater, at Seoul Railway station in Seoul, South Korea, July 9, 2016.
People watch a TV news program showing a file footage of North Korea's ballistic missile that the North claimed to have launched from underwater, at Seoul Railway station in Seoul, South Korea, July 9, 2016.

উত্তর কোরিয়া বলেছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের সব শেষ মাধ্যমগুলোর একটি বন্ধ করে দিচ্ছে। তারা বলেছে মানবাধিকার লঙ্ঘনের জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপর ওয়াশিংটন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার জবাবে তারা এই পদক্ষেপ নিচ্ছে।

পিয়ংইয়ং সোমবার বলেছে তারা যুক্তরাষ্ট্রকে বলেছে, নিউ ইয়র্কে জাতিসংঘের দফতরের মাধ্যমে, উত্তর কোরিয়া ওয়াশিংটনের সঙ্গে যে যোগাযোগ বজায় রাখতো, তারা কার্যত সেই কূটনৈতিক যোগাযোগ বন্ধ করেছে।

পিয়ংইয়ং এর পারমানবিক অস্ত্র কার্যক্রমের জন্য সে দেশের বিরুদ্ধে ইতোমধ্যে যে নিষেধাজ্ঞা আরোপ করা আছে, সেটা ছাড়াও, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র, কিম এবং অন্যান্য কয়েকজন উত্তর কোরিয়ার কর্মকর্তার উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করেছে।

XS
SM
MD
LG