অ্যাকসেসিবিলিটি লিংক

নরওয়ের আন্দ্রেস বেরিং ব্রেইভীকের আইনজীবী বলেছেন – তাঁর মক্কেল বিকৃতমস্তিস্ক ব্যক্তি


নরওয়ের আন্দ্রেস বেরিং ব্রেইভীকের আইনজীবী বলেছেন – তাঁর মক্কেল বিকৃতমস্তিস্ক ব্যক্তি
নরওয়ের আন্দ্রেস বেরিং ব্রেইভীকের আইনজীবী বলেছেন – তাঁর মক্কেল বিকৃতমস্তিস্ক ব্যক্তি

নরওয়ের সন্দেহভাজন সন্ত্রাসী আন্দ্রেস বেরিং ব্রেইভীকের আইনজীবী বলেছেন – ঘটনার পরম্পরা ইঙ্গিত দিচ্ছে যে তাঁর মক্কেল বিকৃতমস্তিস্ক ব্যক্তি। অসলোয় এক সাংবাদিক সম্মেলনে আইনজীবী গেয়ার লিপেস্টাড বলেন – শুক্রবারের ঐ যে হামলায় ৭৬ ব্যক্তির প্রাণহানি হয়েছে, সে হামলা নিয়ে লোকে কি প্রতিক্রিয়া ব্যক্ত করছে বা কতো লোক এতে বেঘোরে প্রাণ হারিয়েছেন, সে ব্যাপারে কোনো উপলব্ধিই ব্রেইভিকের নেই । লিপেস্টাড সাংবাদিকদের বলেন – তাঁর মক্কেল নিজেকে নির্দোষ বলে দাবী করবেন কিনা, তা তিনি বলতে পারছেন না। ব্রেইভীক সেদিনকার রাজধানীর সেই বিস্ফোরণ ঘটনা – ইয়ুথ ক্যাম্পের গুলিচালনার দায় স্বীকার করেছেন – কিন্তু সন্ত্রাসী তত্পরতার দায় স্বীকার করেন নি – বলেছেন, তাঁর কথায় মুসলিমদের উপনিবেশ বানানোর হাত থেকে য়ুরোপকে রক্ষা করতেই তিনি এ কাজ করেছেন। লীপস্টাড বলেন – তাঁর মক্কেল তাঁকে বলেছেন – নিজেকে বলবান, দক্ষ এবং সতর্ক রাখতে তিনি ওষুধ সেবন করেন। আইনজিবী বলেন - ব্রেইভীক তাঁকে বলেছেন নরওয়েতে দু’টি গ্রূপ রয়েছে এবং বিদেশে আরো অনেক ক’টি ইসলাম বিরোধী নেটওয়ার্ক রয়েছে। নরওয়ের পুলিশ অবশ্য এ ধরণের দাবী দাওয়ার যাথার্থ্য নিয়ে সংশয় ব্যক্ত করেছে।

XS
SM
MD
LG