অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাক ও সিরিয়ায়, আই এস এ যোগদানকারী বিদেশি যোদ্ধার সংখ্যা হ্রাস


মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একজন জেনারেল জানিয়েছেন যে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটে যোগ দিতে আসা বিদেশি যোদ্ধাদের সংখ্যা, এক বছর আগের তুলনায় এখন ভগ্নাংশে গিয়ে নেমেছে।

আই এস বিরুদ্ধে যুদ্ধরত যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন জোটের অভিযান ও গোয়েন্দা বিভাগের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল পিটার গার্সটেন বাগদাদ থেকে টেলি সম্মিলনী লাইনে সংবাদদাতাদের জানান যে ২০১৫ সালের মাঝামাঝি তিনি বাগদাদে অবস্থান নেওয়ার সময়ে ইরাক ও সিরিয়ায় প্রতি মাসে দেড় হাজার থেকে দু হাজার বিদেশি যোদ্ধা প্রবেশ করতো। গার্স্টেন বলেন এক বছর ধরে শত্রুর বিরুদ্ধে লড়াই করে এখন আমাদের হিসেব মতো প্রতি মাসে মাত্র শ দুয়েক লোক আসছে।

জোট এটা ও লক্ষ্য করেছে যে আই এস যোদ্ধাদের মধ্যে স্বপক্ষ ত্যাগ করার সংখ্যা বেড়ে যাচ্ছে এবং জেনারেলের মতে ঐ জঙ্গি গোষ্ঠিটি নিজেদের যোদ্ধাদের বেতন দিতেও ব্যর্থ হচ্ছে। আইসিস’এর আরবি নাম দাঈশ উল্লেখ করে তিনি বলেন আমরা তাদের লড়াই করতে অক্ষমতা লক্ষ্য করছি , তারা স্বপক্ষ ত্যাগ করছে এবং প্রতিটি ক্ষেত্রে তাদের মনোবল ভেঙ্গে পড়ছে।

XS
SM
MD
LG