অ্যাকসেসিবিলিটি লিংক

নিউইয়র্কে বিস্ফোরণে ২৯ জন আহত


Onlookers stand behind a police cordon near the site of an explosion in the Chelsea neighborhood of Manhattan, New York, Sept. 17, 2016.
Onlookers stand behind a police cordon near the site of an explosion in the Chelsea neighborhood of Manhattan, New York, Sept. 17, 2016.

নিউইয়র্ক কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার রাতে যে প্রচন্ড বিস্ফোরণে ম্যানহ্যাটানের চেলসি এলাকা কেঁপে উঠে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ওই বিস্ফোরণে ২৯ জন আহত হয়।নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্ল্যাসিও, ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের বলেন ইচ্ছাকৃত ভাবে বিস্ফোরণ ঘটানো হয়। তিনি অবশ্য জোর দিয়ে বলেন বিস্ফোরণের সঙ্গে জানা কোন সন্ত্রাসী গ্রুপের সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন দেশের সবচাইতে জনবহুল শহরে বরতমানে কোন সন্ত্রাসী হামলার হুমকীর বিষয়ে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা অবহিত নন। এ সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনের প্রস্তুতিতে বিশ্ব নেতৃবৃন্দ কদিন ধরে নিউ ইয়র্কে এসে সমবেত হচ্ছেন।

XS
SM
MD
LG