অ্যাকসেসিবিলিটি লিংক

নিউ ইয়র্কে ইমাম ও তার সহকারীকে গুলি করে হত্যা করার ঘটনায় সংশ্লিষ্টকে ধরিয়ে দেওয়ার জন্য মুসলিম সংগঠন পুরস্কার দেবে


Imam Shot
Imam Shot

নিউ ইয়র্কে এক ইমাম ও তার সহকারীকে গুলি করে হত্যা করার ঘটনায় সংশ্লিষ্টকে ধরিয়ে দেওয়ার জন্য একটি মুসলিম সংগঠন Council on American-Islamic Relations ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।

ইমাম মওলানা আকুঞ্জি এবং তারা উদ্দিনকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় যখন তারা নিউ ইয়র্কের কুইন্সের ওজনপার্কের ‘আল ফোরকান জামে মসজিদ' থেকে জোহরের নামাজের পর মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিলেন।

Council on American-Islamic Relations বলেছে তারা সোমবার পুরস্কারের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে। ওই সংগঠনের জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেছেন, “আমরা আশা করছি এই পুরস্কার ঘোষণার ফলে যে এই জঘন্য অপরাধ করেছে তাকেগ্রেপ্তার করা হবে এবং তার বিচার হবে।” তিনি আরও বলেন একবার গ্রেপ্তার হলে হত্যাকারীর উদ্দেশ্য বোঝা যাবে।

পুলিশ বন্দুকধারীর একটি স্কেচ প্রকাশ করেছে।

XS
SM
MD
LG