অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের সঙ্গীত ও সাংস্কৃতিক জগতের কিংবদন্তী ব্যক্তিত্ব কলিম শরাফীর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি


বাংলাদেশের সঙ্গীত ও সাংস্কৃতিক জগতের কিংবদন্তী ব্যক্তিত্ব কলিম শরাফীর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি
বাংলাদেশের সঙ্গীত ও সাংস্কৃতিক জগতের কিংবদন্তী ব্যক্তিত্ব কলিম শরাফীর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশ তথা উপমহাদেশের সঙ্গীত ও সাংস্কৃতিক জগতের এক কিংবদন্তী ব্যক্তিত্ব কলিম শরাফী আর এ পৃথিবীতে নেই।

কলিম শরাফী চির বিদায় নিলেন
কলিম শরাফী চির বিদায় নিলেন

মঙ্গলবার ২রা নভেম্বর ঢাকায় তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর পরিবার থেকে জানানো হয়েছে বার্ধক্যজনিত কারণে তিনি চিরবিদায় নিলেন।

কলিম শরাফি অবিভক্ত ভারতে ‘ভারত ছাড়ো’ আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান আমলে প্রতিকুল পরিবেশে শুদ্ধ রবীন্দ্র সঙ্গীতের শিক্ষা, প্রচার ও প্রসার, বাংলাদেশ টেলিভিশনের প্রতিষ্ঠাতা পরিচালক এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সহ জাতীয় জীবনে অমূল্য সব অবদান রেখে গেছেন। সারা পৃথিবীতে তাঁর অগনিত শিষ্য ও ভক্ত আজ শোকে মৃয়মান।

২০০৩ সালে ঢাকায় তাঁর বাসভবনে নেওয়া সাক্ষাত্কারের অংশবিশেষ, তাঁর জীবনের কিছু কথা ও তাঁর গান নিয়ে আমাদের শ্রদ্ধাঞ্জলি।

XS
SM
MD
LG