অ্যাকসেসিবিলিটি লিংক

বিন লাদেনের বিরুদ্ধে অভিযানের পন্থা নিয়ে প্রেসিডেণ্ট ওবামার পরামর্শকেরাও দ্বিধাবিভক্ত ছিলেন


বিন লাদেনের বিরুদ্ধে অভিযানের পন্থা নিয়ে প্রেসিডেণ্ট ওবামার পরামর্শকেরাও দ্বিধাবিভক্ত ছিলেন
বিন লাদেনের বিরুদ্ধে অভিযানের পন্থা নিয়ে প্রেসিডেণ্ট ওবামার পরামর্শকেরাও দ্বিধাবিভক্ত ছিলেন

যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তারা বলছেন – সামরিক যে অভিযানে ওসামা বিন লাদেন নিহত হন, সে অভিযানের নির্দেশ দেবার আগে প্রেসিডেণ্ট বারাক ওবামা অনেক কটি বিকল্প পন্থা নিয়ে বিচার-বিশ্লেষন করেছিলেন এবং প্রেসিডেণ্টের পরামর্শকেরাও কোন্ পন্থা অনুসরণ করা উচিত তা নিয়ে দ্বিধাবিভক্ত ছিলেন ।

ইসলামাবাদের উত্তরাঞ্চলের যে অবস্থানে আল কায়েদা নেতা লুকিয়েছিলেন, সে প্রাঙ্গনে বোমা বর্ষণের ব্যাপারে প্রেসিডেণ্টের আপত্তি ছিলো । কর্মকর্তারা বলছেন, যদিও ঐ পরিকল্পনায় সামরিক বাহিনীর সদস্যদের জন্যে বিপদের ঝূঁকি তুলনামুলকভাবে অনেক কম হতো – তবে ওতে বিন লাদেন ওখানে ছিলেন কিনা বা তিনি নিহত হলেন কিনা সেটা জানা মুশকিল হতো ।

XS
SM
MD
LG