অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, এক আকস্মিক সফরে আফগানিস্তানে গেছেন।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, সবাইকে বিস্মিত করে আফগানিস্তানে সফরে গেছেন। খারাপ আবহাওয়ার জন্যে তিনি ব্যাক্তিগতভাবে আফগান প্রেসিডেন্ট হামিদ কারযাইএর সংগে দেখা করতে পারেন নি।

প্রেস সচীব রবার্ট গীবস্ টুইটারে বলেন, প্রবল বাতাস ও মেঘের জন্যে প্রেসিডেন্টে ওবামা, হেলিকপটার নিয়ে কাবুলে প্রেসিডেন্ট ভবনে যেতে পারেন নি। তার বদলে তিনি রাজধানীর বাইরে বাগরাম বিমান ঘাঁটি থেকে টেলিফোনে আফগান প্রেসিডেন্টএর সংগে কথা বলেন।

মি ওবামা শুক্রবার দিনের শেষ দিকে কোন পুর্ব ঘোষনা ছাড়াই আফগানিস্তানে যান। অ্যামেরিকান এই ছুটির মরসুমে, বাগরামে তিনি সেখানে অবস্থিত অ্যামেরিকান সেনাদের ব্যাক্তিগতভাবে ধন্যবাদ জানাতে একটি ভাষণ দেন।

প্রেসিডেন্ট হিসেবে এটা মি ওবামার দ্বিতীয়বার আফগানিস্তান সফর। গত বছর প্রশাসনের ঘোষিত যুদ্ধ কৌশলের পর্যালোচনা যখন হোয়াইট হাউজ প্রকাশের পরিকল্পনা করছে ঠিক তখনই তিনি এই সফর করলেন। মি ওবামা সে সময় আফগানিস্তানে আরো অতিরিক্ত ৩০ হাজার সেনা পাঠাতে নির্দেশ দিয়েছিলেন।

XS
SM
MD
LG