অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা ও বিশ্বের নেতাদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্রিয় হবার আহ্বান ।


সারাদিন ব্যাপী জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ বৈঠক শেষে বিশ্বব্যাপী উষ্ণায়ন মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে কোটি কোটি ডলারের প্রতিশ্রুতি গ্রহণ করা হয় , তবে এ ব্যাপারে বাধ্যতামুলক কোন চুক্তি হয়নি।

জাতিসংঘের মহাসচিব বান কী মুন , জলবায়ু পরিবর্তনকে এই সময়ের প্রধান বৈশিষ্ট বলে উল্লেখ করেন এবং বলেন যে আজ যে ভাবে এতে সাড়া দেওয়া হবে , সে ভাবেই ভবিষ্যৎ নির্ধারিত হবে।

এই শীর্ষ বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যে চীনের পর , বিশ্বের সব চেয়ে বড় দুষণ সৃষ্টিকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এই গ্রহকে নষ্ট করার দায় স্বীকার করছে । তবে তিনি বলেন সব দেশকেই একত্রে কাজ করতে হবে।

চীনের দূত ঝাঙ গাওলি বলেন যে চীন জলবায়ু পরিবর্তনের বিষয়টির দিকে নজর দেওয়ার ওপর অগ্রাধিকার দিচ্ছে যার মধ্যে রয়েছে কার্বন নির্গমন কমিয়ে আনা , জ্বালানি শক্তি সংরক্ষণ এবং জীবাশ্ম জ্বালানি হ্রাস করা। প্রতিনিধিরা বন নিধন বন্ধ করা , খাদ্য উৎপাদন বৃদ্ধি করা এবং বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবহারকে উৎসাহিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

XS
SM
MD
LG