অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও পাকিস্তান পরস্পরের মধ্যে সম্পর্ক সুনিবীড় করার কথা বলছে


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের সঙ্গে হোয়াইট হাউজের বৈঠকে বলেছেন তিনি পাকিস্তানের সঙ্গে আরও নিবীড় সম্পর্ক স্থাপন করতে চান।

তিনি বলেন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানেনর মধ্যে অবশ্যই দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে , বিভিন্ন বিষয়ে একত্রে কাজ ও সহযোগিতাও আছে। আমরা এই বৈঠককে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও গভীর করার একটা সুযোগ হিসেবে দেখছি।

নেওয়াজ শরিফও এই দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতার কথা উল্লেখ করে বলেন প্রায় সত্তর বছর ধরে পাকিস্তান ও আমেরিকার মধ্যে সম্পর্ক রয়েছে এবং আমার চেষ্টা হচ্ছে এই সম্পর্ককে আরও মজবুত করা।

অনুমান করা হচ্ছে ওবামা , কাবুল সরকার এবং আফগানিস্তানের সাবেক কট্টরপন্থি ইসলামি নেতাদের মধ্যে শান্তি আলোচনা আবার শুরু করতে শরিফের উপর জোর দেবেন। আল ক্বায়দা নেতা ওসামা বিন লাদেনকে আশয় দেবার জন্য ২০০১ সালের শেষের দিকে যুক্তরাষ্ট্রের বাহিনী তাদের উৎখাত করার পর থেকে তারা অবিরাম ভাবে বিদ্রোহ চালিয়ে যাচ্ছে।

XS
SM
MD
LG