অ্যাকসেসিবিলিটি লিংক

স্বাস্থ্যবীমা আইন নিয়ে কংগ্রেস ভোটের মুলতবি ঘোষনা


যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবীমা আইন 'ওবামাকেয়ার' নামে যা সবার কাছে পরিচিতি পেয়েছে- সেটি বাতিল করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নতুন স্বাস্থ্যসেবা আইন চালু করবেন এই নিয়ে এখনো পর্যন্ত চলছে নানা তর্ক বিতর্ক। বৃহস্পতিবার কংগ্রেসে ভোট এ ওবামাকেয়ার খ্যাত এ্যাফর্ডেবল কেয়ার এ্যাক্ট বাতিল করে রিপাবলিকান প্রশাসনের প্রস্তাবিত নতুন আইন চালু করার বিষয়ে ভোটাভুটি হবার কথা ছিল। তবে তা এখন মুলতবি ঘোষনা করা হয়েছে।

এ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যা ‘ওবামাকেয়ার’ নামে পরিচিত,-এর সরকারি নাম পেশেন্ট প্রোটেকশন অ্যান্ড অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট (পিপিএসিএ)। স্বাস্থ্যসেবা শিল্প পুনর্গঠনের প্রয়োজনে ২০১০ সালের ২৩ মার্চ এটি আইনে পরিণত হয়। ২০১২ সালের ২৮ জুন সুপ্রিম কোর্ট এই অ্যাক্টকে স্বীকৃতি দেয়। উদ্দেশ্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যবীমায় আমেরিকানদের আরো প্রবেশাধিকার দেয়া এবং দেশের স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান ব্যয় কমিয়ে আনা। তবে এ বছর প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর কংগ্রেসে ওবামাকেয়ার এর পক্ষে এবং বিপক্ষে ভোটাভুটি হবে।

XS
SM
MD
LG