অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা বললেন তিনি রাষ্ট্র পরিচালিত সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে কমিউনিস্ট রাষ্ট্র কিউবার নাম তুলে নিতে চাইছেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার বলেন যে তিনি রাষ্ট্র পরিচালিত সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে কমিউনিস্ট রাষ্ট্র কিউবার নাম তুলে নিতে চাইছেন। এ হচ্ছে পাঁচ দশকের বৈরীতার পর ঐ দ্বীপ রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার তাঁর প্রচেষ্টার অংশ। প্রেসিডেন্ট কংগ্রেসকে তাঁর এই ইচ্ছের কথা জানান। এর আগে পররাষ্ট্র দপ্তরের এক পর্যালোচনার পর বলা হয় যে গত ছয় মাসে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে কিউবা কোন রকম সহায়তা দেয়নি এবং ভবিষ্যতেও যে তারা সে রকমটি করার ইচ্ছে রাখে না সে সম্পর্কে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দিয়েছে।

পানামায় দুই আমেরিকা মহাদেশের সম্মেলনে কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর সঙ্গে সামনাসামনি সাক্ষাতের কয়েকদিন পরই মি ওবামা এই পদক্ষেপ নিচ্ছেন।

১৪৫ কিলোমিটার সামুদ্রিক তফাতে অবস্থিত এই দুটি দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে কিউবার এই সন্ত্রাসী অভিধা বাধা হয়ে দাঁড়িয়েছিল।

এখন এই দুই দেশ পরস্পরের রাজধানীতে তাদের দূতাবাস খোলার পরিকল্পনা করেছে এবং সন্ত্রাসীরাষ্ট্রের তালিকা থেকে কিউবার নাম বাদ দেওয়ায় , দেশটি বিশ্ব বাজার থেকে নতুন আর্থিক বিনিয়োগ পেতে পারে।

XS
SM
MD
LG