অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা তাঁর য়ুরোপ সফরের একাংশে পোল্যান্ড যান


প্রেসিডেন্ট ওবামা তাঁর য়ুরোপ সফরের একাংশে পোল্যান্ড যান এবং পোল্যান্ডের নেতৃবৃন্দের প্রতি সমর্থনের জন্যে আহ্বান জানান ।এ ব্যাপারে য়ুক্রেইন পরিস্থিতিই আলোচ্য সূচীর শীর্ষে স্থান পায়।তিনি পোল্যান্ডের নিরাপত্তা – মিত্র দেশগুলোর নিরাপত্তা, মধ্য ও পূর্ব য়ুরোপের এবং যুক্তরাষ্ট্রেরও নিরাপত্তার গুরুত্ব নিয়ে কথা বলেন
পোল্যান্ডের প্রেসিডেন্ট ব্রোনিস্লাভ কোমোরোওস্কির সঙ্গে কথা হয় তাঁর।পূর্বাঞ্চলবর্তী য়ূক্রেইনের বিচ্ছিন্নতাবাদিদের কাছে অস্ত্রশস্ত্রের সরবরাহ যাতে না পৌঁছুতে পারে সে বাবদে তিনি রাশিয়াকে মদত দিতে অনুরোধ জানান – ওখানকার জঙ্গিদেরকে শান্তির সমর্থনে এগিয়ে আসার ব্যাপারে রাশিয়াকে তার প্রভাব খাটানোর আহ্বান জানান তিনি।
মি:ওবামা বলেন-যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক গড়ে তোলা তো যেতেই পারে –তবে আস্থা পুন:স্থাপনে কিছু সময় লাগতে পারে।
পরে তিনি এবং প্রেসিডেন্ট ব্রোনিস্লাভ কোমোরোওস্কি মধ্য ও পূর্বাঞ্চলবর্তী য়ুরোপের দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন।
XS
SM
MD
LG