অ্যাকসেসিবিলিটি লিংক

মিশিগানের ফ্লিন্ট শহরে শিষাযুক্ত পানিতে চুমুক দিয়ে দেখেন প্রেসিডেন্ট ওবামা


মিশিগানের ফ্লিন্ট শহরে শিষাযুক্ত পানি পানযোগ্য করার প্রক্রিয়া পরীক্ষা করতে প্রেসিডেন্ট ওবামা সেখানকার পানিতে চুমুক দিয়ে দেখেন।

পরে প্রেসিডেন্ট বলেন ফিল্টার করা পানি পানযোগ্য এবং নিরাপদ। তিনি বলেন এখন এই শহেরর মানুষের জন্যে পানি ফিল্টার করা হয়েছে এবং তিনি আশা করেন শহরের সকলেই পানযোগ্য পানি পাবেন। তিনি বলেন এই সমস্যা থেকে পুরোপুরি শহরটিকে পরিবর্তন করতে পানির পাইপ পরিবর্তনসহ অন্যান্য ব্যাবস্থা গ্রহনে বছর দুয়েক সময় লাগতে পারে।

হোয়াইট হাউজ জানায় কিছুদিন আগে ফ্লিন্ট শহরেরর ৮ বছর বয়সী এক বালিকার চিঠিতে সেখানকার পানি দূষণ পরিস্কারের দাবী সম্বলিত চিঠি পড়ার পর প্রেসিডেন্ট ওবামা শহরটি সফরে যান।

XS
SM
MD
LG