অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামার ভারত সফর দু দেশের সম্পর্কে বড় রকমের পরিবর্তন এনেছে: অসীমপদ চক্রবর্তী


ওবামার ভারত সফর দু দেশের সম্পর্কে বড় রকমের পরিবর্তন এনেছে: অসীমপদ চক্রবর্তী
ওবামার ভারত সফর দু দেশের সম্পর্কে বড় রকমের পরিবর্তন এনেছে: অসীমপদ চক্রবর্তী

ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ দানের বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন ভারতের একটি কূটনৈতিক সাফল্য বলেই মনে করা হচ্ছে। ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে কোলকাতার দৈনিক বাংলা পত্রিকা সকালবেলার উপদেষ্টা –সম্পাদক ড অসীমপদ চক্রবর্তী বলেন যে ভারত এই সমর্থন পাবার চেষ্টা অনেকদিন ধরেই চালাচ্ছিল , প্রেসিডেন্ট ওবামা এ ব্যাপারে ভারতীয় সংসদে ঘোষণা দেওয়ায় ভারতীয়রা নিঃসন্দেহে খুশি হয়েছেন। তিনি আরও বলেন যে ভারতে সফর করেছেন যুক্তরাষ্ট্রের এমন অন্যান্য পেসিডেন্টদের মতো ওবামার কাছে ভারতকে দেওয়ার মতো কিছু ছিল না । সুতরাং তিনি যথার্থই ভারতের নিরাপত্তা পরিষদের সদস্য হবার ব্যাপারে ভারতকে পূর্ণ সমর্থন জানালেন।

সন্ত্রাস দমনে ভারত ও পাকিস্তান উভয়েরই সহযোগিতা যুক্তরাষ্ট্র চাইছে তবে ড চক্রবর্তী বলেন যে প্রেসিডেন্ট ওবামা কৌশলগত কারণে অভ্যন্তরীণ চাপে পাকিস্তানের সমালোচনা না করলেও ভারতের সংসদে পরিস্কার ভাবে বলেছেন যে পাকিস্তানকে মুম্বাইয়ের সন্ত্রাসবাদী আক্রমণের সঙ্গে জড়িত অপরাধীদৈর বিচার করতে হবে এবং পাকিস্তানীদের ভূমি থেকে সন্ত্রাবাদকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। কাশ্মীর প্রসঙ্গে ড চক্রবর্তী বলেন যে কাশ্মীর সমস্যাকে আন্তর্জাতিক সমস্যা হিসেবে দেখানোর বিচ্ছিন্নতাবাদীদের প্রয়াস ব্যর্থ হয়েছে এবং ওবামা এ বিষয়ে ভারত ও পাকিস্তানকেই নিস্পত্তি করতে বলেছেন।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG