অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বের কল্যানে একসঙ্গে কাজ করবে চীন ও যুক্তরাষ্ট্র: ওবামা-জিনিপং বৈঠক


সমগ্র বিশ্বের মঙ্গলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার মতানৈক্য কমিয়ে আনার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন যুক্তরাস্ট্রের প্রসিডেন্ট বারাক ওবামা ও চীনের প্রসিডেন্ট শি জিনিপং।

শুক্রবকার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ওবামা স্বাগত জানান চীনের প্রসিডেন্ট শি জিনিপংকে। এ সময় চীনা প্রেসিডেন্ট বলেন আমাদের এই দুই দেশ একত্রিত হয়ে কাজ করলে সারা বিশ্ব উপকৃত হবে। জবাবে প্রসিডেন্ট ওবামা বলেন, সেটি সত্য তবে, দুই দেশের মধ্যে যে মতানৈক্য রয়েছে তা অস্বীকার করার উপায় নেই।

মতনৈক্য কমাতে তিনি বলেন আমাদেরকে যৌথভাবে চেষ্টা করতে হবে। তিনি বলেন যুক্তরাষ্ট্র সর্বদাই মৌলিক সত্যের পক্ষে কথা বলেব। তিনি বলেন বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় আমরা একযোগে কাজ করবো।

প্রেসিডেন্ট জিনপিং প্রেসিডেন্ট ওবামার সঙ্গে একমত পোষণ করে বলেন ভবিষ্যতে দুই জাতিকে অবশ্যই একসঙ্গে কাজ করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

XS
SM
MD
LG